এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাত বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, এই সংকটময় অবস্থা থেকে দেশকে উদ্ধার করে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নির্বাচনী আসনে গণসংযোগকালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, সারাদেশে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে দেশ একজন যোগ্য ও দক্ষ প্রধানমন্ত্রী পাবে। অতীতে বিএনপির শাসনামলে দেশের অর্থনীতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতির রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
গণসংযোগকালে তিনি সোনাগাজীর স্থানীয় বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। গ্যাস লাইন স্থাপন, নদীভাঙন রোধ, নদী সোজাকরণ এবং মুসাপুর রেগুলেটর নির্মাণকে এলাকার প্রধান সমস্যা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, কেন্দ্রীয় সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।