এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন পরিশোধের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর ফলে শিগগিরই তারা বেতন পাওয়ার আশা করছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাধারণ প্রশাসন শাখা থেকে সংশ্লিষ্ট প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়।
মাউশি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রস্তাব পাঠানো হলেও আগামী সপ্তাহে তা অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা মহাহিসাব নিরীক্ষকের (এজি) কার্যালয়ে যাবে। সব প্রক্রিয়া শেষ হলে শিক্ষকরা জানুয়ারি মাসের বেতন ও ভাতা হাতে পাবেন।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, শিক্ষকরা আগামী সপ্তাহের শেষের দিকে বেতন পেতে পারেন। তবে আগামী সপ্তাহের মধ্যেই বেতন পাওয়ার সম্ভাবনা কম। তবে নির্বাচনের ছুটি শুরু হওয়ার আগেই জানুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে আশা করা হচ্ছে।