ঢাকা : রংপুর ও চট্টগ্রামে পৃথক দু’টি হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনকে মৃত্যু দণ্ড দিয়েছে পৃথক দু’টি আদালত। এরমধ্যে চট্টগ্রামে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ সুপন হত্যা মামলায় ছয়জনকে আর রংপুরের পীরগঞ্জে এক দশক আগের আনজিলা বেগম হত্যার ঘটনায় তার ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
জানা গেছে, বুধবার দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়ার আদালত চট্টগ্রামে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ সুপন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মাহমুদুল ইসলাম, সুনীল দাশ, মিজুনার রহমান চৌধুরী, মো. হোসেন প্রকাশ সাগর, নজরুল ইসলাম প্রকাশ লাল মিয়া ও মো. সেলিম। এদের মধ্যে কিশোর হিমেলের দূর সম্পর্কের চাচা সুনীল দাশসহ চারজন কারাগারে আছেন। বাকি দুইজন পলাতক রয়েছেন।
২০১১ সালের ৮ মে এসএসসি পরীক্ষার ফল ঘোষণার চারদিন আগে নিখোঁজ হয় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ সুপন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে মাহমুদুল ইসলাম ও তার ছোটভাই নজরুল ইসলামের সঙ্গে বান্দরবানে বেড়াতে গিয়ে অপহৃত হয় হিমেল।
১৩ মে হিমেলের মা পাপিয়া সেন বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে যা মামলায় রূপান্তর হয়। ১৪ মে বান্দরবানের দুর্গম নাগাঝিরি পাহাড় থেকে নগরীর ডবলমুরিং থানা পুলিশ হিমেলের লাশ উদ্ধার করে।
ওই মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি মাহমুদুল ইসলাম ও তার বড়ভাই নজরুল ইসলাম আদালতে জবানবন্দি দিয়ে জানান, হিমেলের চাচা সুনীল দাশের পরিকল্পনায় তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
অপরদিকে, রংপুরের পীরগঞ্জে এক দশক আগের আনজিলা বেগম হত্যার ঘটনায় তার ভাইসহ পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান বুধবার এই রায় ঘোষণা করেন। এ আদালতের পিপি ফারুক মোহাম্মদ রিয়াজুল করিম জানান, ২০০৬ সালে পীরগঞ্জ উপজেলায় এই হত্যাকাণ্ড ঘটে।
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন