ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রিট আবেদন দায়ের করেন।
ব্যারিস্টার খোকন জানান, আবেদনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিল চাওয়া হয়েছে।
বিচারপতি মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামীকাল রিট আবেদনটির শুনানি হতে পারে বলেন জানান তিনি।
প্রসঙ্গত, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অপর আসামিরা হলেন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম