বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০৩:৪৭:৪২

যেসব ব্যাংকে হজের টাকা জমা দেয়া যাবে

যেসব ব্যাংকে হজের টাকা জমা দেয়া যাবে

নিউজ ডেস্ক : হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও হজ এজেন্টদের কাছ থেকে হজযাত্রীদের মোয়াল্লেম ফি'র অর্থ সংগ্রহে  ২৪টি ব্যাংককে অনুমোদন দিয়ে বুধবার আদেশ জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।  এসব ব্যাংকে হজের টাকা জমা দেয়া যাবে।

ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, দি ফারমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ওয়ান ব্যাংক, জনতা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, এক্সিম ব্যাংক, মধুমতী ব্যাংক, রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক, এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সোসাল ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত (চাঁদ দেখা সাপেক্ষে) হবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশে থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী হজ পালন করতে পারবেন।  

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার, বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে হজ পালন করতে পারবেন।

সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি- ২০১৬’ অনুযায়ী, এ বছর প্রথমবারের মতো হজে গমনেচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।  এরপর নিবন্ধন সম্পন্ন হবে।

আগামী সপ্তাহে হজের প্রাক-নিবন্ধন শুরু হতে পারে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্রে জানা গেছে, সরকারি হজযাত্রীদের ক্ষেত্রে ৩০ হাজার টাকা এবং বেসরকারি হজযাত্রীদের ক্ষেত্রে ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।  ব্যাংক একটি প্রাক-নিবন্ধন সনদ দেবে, মোবাইলে এসএমএসের মাধ্যমেও প্রাক-নিবন্ধনের বিষয়টি নিশ্চিত হতে পারবেন।

এরপর ৩০ জুনের মধ্যে হজ প্যাকেজের পুরো টাকা পরিশোধ করে নিবন্ধন করতে হবে।  এ সময় অগ্রিম নিবন্ধনের ৩০ হাজার টাকা সমন্বয় করা হবে। পুরো টাকা পরিশোধের পর হজযাত্রীরা একটি পিলগ্রিম আইডি পাবেন।  আইডি পেলেই হজে যাওয়া নিশ্চিত হবে।

গত ১১ জানুয়ারি হজ প্যাকেজ অনুমোদন দেয় মন্ত্রিসভা।  ওই বৈঠকে ‘হজ ও ওমরাহ নীতিমালা, ২০১৬’ অনুমোদন দেয়া হয়।  

প্যাকেজ-১ এ হজযাত্রীদের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা।  প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।  সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সবার জন্যই প্যাকেজ দুটি প্রযোজ্য।
৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে