ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভদ্রতা শিখতে বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, আপনি (খালেদা) যেভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, মনে হয় তিনি আপনার ছোট বোন। আপনাকে মনে রাখতে হবে, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলছেন, ভদ্রতা শিখুন।
হাছান মাহমুদ বলেন, আপনারা আগে আপনাদের নেত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবকে ভদ্রতা শেখান। মির্জা ফখরুল মহাসচিব হবেন কি হবেন না এমন শঙ্কায় একটু বেশি বলেছেন বলেও মন্তব্য করেন তিনি।
৯ মার্চ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
জামায়াত-শিবিরের অবৈধ হরতালের প্রতিবাদে রমনা থানা আওয়ামী লীগ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় দুজন মন্ত্রীকে সুপ্রিমকোর্টের তলব প্রসঙ্গে তিনি বলেন, তাদের আদালতে তলব করা হলে যারা ৯ জন বিচারপতির রায়কে অমান্য করে অবৈধ হরতাল ডেকেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না?
হাছান মাহমুদ বলেন, জামায়াত নেতা মীর কাসেমের বিরুদ্ধে রায় আওয়ামী লীগ বা সরকার দেয়নি। এ রায় দিয়েছেন উচ্চ আদালতের ৯ বিচারপতি। এ রায়কে অমান্য করে যারা অবৈধ হরতাল ডেকেছে তাদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসা হোক।
তিনি বলেন, প্রেস রিলিজ দিয়ে হরতাল ডাকে আর কিছু মিডিয়া তা তুলে ধরে। হরতাল চলাকালে তাদের দুরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না।
২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ খাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম, কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ।
৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম