ঢাকা : বিরল রোগে আক্রান্ত বৃক্ষমানব বাবা-ছেলে-চাচার জায়গা হলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। রংপুরের পীরগঞ্জ উপজেলার কালসারডাড়া গ্রামের বৃক্ষমানব তাজুল ইসলাম (৪৩), শিশুপুত্র রুহুল আমিন (১০) এবং তাজুল ইসলামের বড়ভাই বাসেত আলীকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়েছে।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর এপিএস-১ মো. জাহাঙ্গীর আলম বুলবুল নির্দেশে তাজুল ইসলামের পরিবারকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তাদের তিনজনকে কেবিন ব্লকে রাখা হয়েছে। ডাক্তাররা বলছেন, রোগটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি খুলনার ট্রি-ম্যান আবুল বাজনদারের শরীরে থাকা হিউম্যান প্যাপেরাস।
এদিকে বিরল রোগে আক্রান্ত কালসারডাড়া গ্রামের তাজুল ইসলাম ও তার ছেলে রুহুল আমিনের (১০) পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়। সমাজসেবা অফিস ও স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব কার্যালয়সহ ইসলামী ব্যাংক ও বিভিন্ন সাহায্য প্রদানকারী সংস্থাও পরিবারটির খোঁজ-খবর নেয়া শুরু করে।
৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম