নিউজ ডেস্ক : ৩৪তম বিসিএসে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে ১৯৬ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে পিএসসি।
শিক্ষাগত যোগ্যতা, মেধা ও কোটার ভিত্তিতে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯৬ জনের মধ্যে সমাজসেবা কর্মকর্তা হিসেবে ৩৭ জন, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা হিসেবে ১৮ জন এবং টেক্সাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক (কারিগরি) পদে ১৫ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
বিনিয়োগ বোর্ডের সহকারী পরিচালক পদে ৯ জন, অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে ১৩ জন, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রভাষক পদে ১৬ জনসহ ১৯৬ জনকে ভোক্তা সংরক্ষণসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে নিয়োগ দেয়া হয়েছে।
৩৪তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হলেও তাদের মধ্যে থেকে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে কমিশন।
চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়।
প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেয়ার পর দ্বিতীয় শ্রেণির পদেও নিয়োগ দেয়া হবে বলে পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম