নিউজ ডেস্ক : মোবাইল সকলের নিত্য সঙ্গী। বাংলাদেশের সব মোবাইল ব্যবহারকারীদের জন্য উড়ে এল নতুন এক খবর। এই খবরটি জানানো হয়েছে সম্প্রতি।
বুধবার থেকে নতুন নিয়মে মোবাইল ফোন ব্যবহারকারীদের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সারচার্জ আদায় শুরু করেছে দেশের মুঠোফোন অপারেটররা
মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্কের সঙ্গে গ্রাহকদের এখন থেকে বাড়তি ১ শতাংশ হারে সারচার্জ নেয়া হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এটি মুঠোফোনের মাধ্যমেই সবার কাছে পাঠানোর ব্যবস্থা করে।
নতুন নির্দেশনায় ১৫ শতাংশ মূসক, ৩ শতাংশ সম্পূরক শুল্কের সঙ্গে ১ শতাংশ সারচার্জ যোগ করে তা সরকারের কোষাগারে জমা করবে মোবাইল ফোন অপারেটররা।
এখন থেকে মুঠোফোনে ১০০ টাকার রিচার্জ করলে পাওয়া যাবে ৮৩ টাকা ৭২ পয়সা। এর আগে এটি ছিল ৮৪ টাকা ৭২ পয়সা।
জাতীয় রাজস্ব বোর্ডের মূসক বিভাগ জানায়, এনবিআরকেও দায়িত্ব দেয়া হয়েছে। সারচার্জের অর্থ সরকারি কোষাগারে পড়ছে কিনা সেটি দেখবে তারা।
এর আগে ২০১৪ সালে মুঠোফোন সেবার উপর ১ শতাংশ সারচার্জ আরোপ করার কথা ছিল। কিন্তু না থাকায় সেটি আর হয়নি।
পরে আইনমন্ত্রনালয়ের আগ্রহে ২০১৫ সালে উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন ২০১৫ প্রয়োগ করা হয়। এর পরে এই ঘোষণা দিতে আর কোনো সমস্যা হয়নি সংশ্লিষ্টদের।
১০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর