নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এটি পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে প্রভাবশালী সংগঠন।
জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী হলেন সভাপতি পদে জয়নাল আবেদীন এবং সম্পাদক পদে মাহবুবউদ্দিন খোকন।
জাতীয়তাবাদী ঐক্য প্যানেলে সহসভাপতি পদে ফাহিমা নাসরিন মুন্নী ও গোলাম মোস্তফা, সহ সম্পাদক পদে শহিদুজ্জামান ও ইউসুফ আলী, কোষাধ্যক্ষ পদে নাসরিন আখতার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন- নাসিরউদ্দিন অসীম, রেজাউল করিম, নাসির উদ্দিন সম্রাট, নাসরিন বেগম, মমতাজ বেগম, কামাল হোসেন ও শেখ তাহসিন আলী।
বুধবার রাতে এই প্যানেল অনুমোদন করেন খালেদা জিয়া। এর আগে গুলশানে নিজের কার্যালয়ে জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতাদের সাথে বৈঠক করেন তিনি। এ তথ্য জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম।
বৈঠকে মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, আমীনুল হক, জয়নাল আবেদীন, শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৩ ও ২৪ মার্চ এই নির্বাচনে ভোট গ্রহণ হবে।
২০১০ সালের পর থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্ব বিএনপি করায়ত্তে রয়েছে।
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস