নিউজ ডেস্ক : মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে ফেঁসে গেলেন অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমসেরের (প্রিন্স মুসা)। তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সুইস ব্যাংকে ১২ বিলিয়ন মার্কিন ডলার ও বাংলাদেশে ১২০০ বিঘা জমি থাকার সপক্ষে যথাযথ তথ্য উপস্থাপন করতে পারেননি প্রিন্স মুসা।
বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে দুদক।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম