ঢাকা : জনপ্রশাসন ও ইআরডির সাবেক সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। দুদক কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক জেলা জজ এএফএম আমিনুল ইসলামকে।
লন্ডন সফর শেষে দেশে ফেরার পর প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এ সংক্রান্ত আদেশে সাক্ষর করেন। পরে আজ মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপণ জারি করে।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম