নিউজ ডেস্ক : ঢাকা থেকে কার্গো ফ্লাইট যুক্তরাজ্যে নিষিদ্ধের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন তদারকি করতে চলতি মাসের বাকি দিনগুলোতে বিমানবন্দরেই অফিস করবেন মন্ত্রী রাশেদ খান মেনন ও সচিব।
বৃহস্পতিবার বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিরাপত্তা ঘাটতির জন্য শাহজালাল থেকে কার্গো বিমানের (পণ্যবাহী উড়োজাহাজ) যুক্তরাজ্যে সরাসরি ফ্লাইট নিষিদ্ধের ঘোষণা আসে বুধবার। তার তিন মাস আগে অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্ত নেয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্মত কর্মপরিকল্পনাকে ত্বরান্বিত করতেই ৩১ মার্চ পর্যন্ত দিনের একটি সময়ে মন্ত্রী ও সচিব বিমানবন্দরে অফিস করবেন।
যুক্তরাজ্যের ঢাকাস্থ হাই কমিশন, এভিয়েশন টিম এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।
বলা হয়েছে, নিরাপত্তাব্যবস্থা আধুনিকায়নে বিশেষ টিম গঠন করা হয়েছে। আধুনিক সরঞ্জামাদি সংগ্রহে গত ৯ মার্চ একনেকে ৯০ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে।
বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত এবং গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থার উন্নয়নে বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরো নিবিড়ভাবে কাজ করবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরো কর্মকাণ্ড তদারকি করবে।
সভায় উপস্থিত ছিলেন বিমান সচিব খোরশেদ আলম চৌধুরী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানসহ মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমানের ঊধ্বর্তন কর্মকর্তারা।
কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দ্রুত যুক্তরাজ্যের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতের প্রয়োজনীয় কিছু বিষয় এখনো পূরণ করা হয়নি। ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট ঢুকতে দেয়া হবে না বলে জানানো হয়।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম