বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ১১:১৪:৫২

জনগণের মুখে বিষ ঢেলে দেয়া হচ্ছে : আনু মুহাম্মদ

জনগণের মুখে বিষ ঢেলে দেয়া হচ্ছে : আনু মুহাম্মদ

নিউজ ডেস্ক : তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বল প্রয়োগ, মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে জেনেশুনে জনগণের মুখে বিষ ঢেলে দিয়েছে সরকার।  যুক্তি, তথ্য, বিশ্লেষণ এবং ব্যাপক জনমতকে উপেক্ষা করে বাংলাদেশ ও ভারতের একদল মুনাফালোভীর কাছে আত্মসমর্পণ করে এ কাজ করছে।  

রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ ‘সুন্দরবন ধ্বংসকারী প্রকল্পগুলো’ বাতিলের দাবিতে সুন্দরবন অভিমুখে জনযাত্রা শুরু করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
 
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ শেষে এ যাত্রা শুরু হয়।
 
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন ধ্বংস হলে ১০ লাখ মানুষ জীবন-জীবিকা হারাবে।  চার কোটি মানুষ হারাবে দুর্যোগ থেকে রক্ষার কবচ। এ প্রকল্প মানববিধ্বংসী ও বিশ্বাসঘাতকতার একটা প্রকল্প।  এটা বাস্তবায়ন হতে পারে না।
 
গতকাল জনযাত্রাটি প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে শুরু হয়। মিছিলটি কলাবাগানে গিয়ে শেষ হয়।

এরপর সেখান থেকে গাড়িতে করে যাত্রা করেন আন্দোলনকারীরা।  আগামী ১৩ মার্চ বাগেরহাটের কাটাখালী মোড়ে সমাপনী সমাবেশ ও ঘোষণা পাঠের মধ্যদিয়ে জনযাত্রা শেষ হবে।

যাত্রাপথে গতকাল সাভার, মানিকগঞ্জ ও ফরিদপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানান সংগঠকরা।  শুক্রবার মাগুরা, ঝিনাইদহ ও যশোরে; শনিবার নওয়াপাড়া, দৌলতপুর ও খুলনায় এবং রোববার রুপসা, বাগেরহাট ও  কাটাখালীতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে