শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০২:২৬:৪৮

ফখরুল ও গয়েশ্বরসহ ২৬ জনকে অব্যাহতি

ফখরুল ও গয়েশ্বরসহ ২৬ জনকে অব্যাহতি

নিউজ ডেস্ক : রাজধানীর রমনা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

বিচারক পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে তাদের অব্যাহতি দেন। মির্জা ফখরুল ছাড়া অব্যাহতি পাওয়া অন্য নেতারা হলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা আবদুস সালাম, সালাহউদ্দিন আহম্মেদ, সাইফুল আলম নীরব, ওবাইদুল হক নাসির, মহিদুল ইসলাম হিরু, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. শফিকুর রহমান। এ ছাড়া মামলায় রবিউল ইসলাম নয়ন, যোবায়ের হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৪ সালের ৩ জানুয়ারি হরতাল চলাকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা রমনা থানার পরীবাগ মোড়ে যাত্রীবাহী বাসে বোমা মারেন। এর ফলে বাসযাত্রী শাহীনা আক্তার ও ফরিদ মিয়া মারা যান। অন্যদিকে বাসের চালক বাবুল মিয়া গুরুতর আহত হন। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

পরে গত বছর ২৯ এপ্রিল ডিবির উপ-পরিদর্শক (এসআই) বাহাউদ্দিন ফারুকী ২৬ জনকে অব্যাহতির আবেদন ও ছয়জনকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরবর্তী সময়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়ে আসে। -বিডি প্রতিদিন

১১ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে