নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বর্তমান সরকার দেশকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকার কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। দেশকে ধ্বংস করেই তারা বিদায় হবে।
শুক্রবার সকালে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, বর্তমানে দেশে মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। এমনকি দেশে আজ শিশুরাও নিরাপদ নয়।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস