ঢাকা : মোজার ভেতর থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাতে স্বর্ণের বারগুলো উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টমস্ হাউজের (প্রিভেনটিভ) সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, সিঙ্গাপুর থেকে আসা আরক্স-৭৮৫ বিমানের সিটের নিচে এক ধরনের মোজার ভেতরে টেপ দিয়ে স্বর্ণগুলো মোড়ানো অবস্থায় ছিল।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম