শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৫:১৬:০৯

নগরবাসীকে এক মিনিট চিন্তা করতে বললেন আনিসুল হক

নগরবাসীকে এক মিনিট চিন্তা করতে বললেন আনিসুল হক

ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, শহরকে পরিষ্কার করার আগে নগরীর প্রতিটি নাগরিকের মনকে পরিষ্কার করতে হবে।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নর্থ সাউথ ইউনিভার্সিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আনিসুল হক বলেন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মেয়রের একার পক্ষে সম্ভব নয়।  রাজধানীর সবাইকে এগিয়ে আসতে হবে।  শহর পরিষ্কার করতে হলে নিজের মনকে আগে পরিষ্কার করতে হবে।

 নগরবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঢাকা শহর পরিষ্কার করতে প্রত্যেকে এক মিনিট চিন্তা করে দেখেন, আমার বাসার সামনের জায়গাটুকু পরিষ্কার কি না।  এক মিনিটের চিন্তা এক হাজার বছরের চিন্তার মতো শক্তিশালী হয়ে উঠবে।

আনিসুল হক বলেন, সময় এসেছে, যে সময়টাতে শিক্ষার্থীদের মাঝে উত্তাপ বেশি ছড়ায়, আলো কম ছড়ায়।  নর্থ সাউথ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার কাজটি আলো ছড়ানোর। প্রতিটি শিক্ষার্থীসহ প্রত্যেকে হাতে তুলে নিলে সাতদিনে সারাদেশের ময়লা পরিষ্কার হয়ে যাবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব টাস্ট্রিজ চেয়ারম্যান এম এ কাশেম উপস্থিত ছিলেন।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে