নিউজ ডেস্ক : গণতন্ত্র পুনরুদ্ধারে ২০ দলীয় জোটের চলমান আন্দোলন অবশ্যই সফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন একতরফা নির্বাচনের মধ্যদিয়ে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন চলছে। এ আন্দোলন আগামীদিনে অবশ্যই সফল হবে। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না।
শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ‘হয়রানিমূলক রাষ্ট্রদ্রোহী’ মামলা প্রত্যাহারের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগরী এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, কোনো সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে সেদেশে খুন-রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতি বেড়ে যায়। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এজন্য সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
‘বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে একটি তামাশার নির্বাচন’ সরকারের এক মন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, সরকার যেভাবে চায়, গোয়েন্দারা সেভাবে রিপোর্ট দিতে পারে। এটি ফরমায়েশি গোয়েন্দা রিপোর্ট। ফরমায়েশি লেখকও আছেন।
নজরুল ইসলাম খান বলেন, আপনি যেভাবে বলবেন, ফরমায়েশি লেখক আপনাকে সেভাবেই লিখে দেবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ঢাকা মহানগর লেবার পার্টির সভাপতি শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম