শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৮:২৪:৪৭

ভয়াবহ অবরোধের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ : রিজভী

ভয়াবহ অবরোধের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ : রিজভী

ঢাকা : গণতন্ত্র ও সরকারের জবাবদিহিতার অভাবে ভয়াবহ এক অবরোধের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, দেশে আজ কোনো গণতন্ত্র নেই।  সরকার অনির্বাচিত হওয়ায় কোনো জবাবদিহিতা নেই।  যে কারণে দেশের অর্থনৈতিক সেক্টরে চলছে ‘জোর যার মুল্লুক তার’-এর মতো অবস্থা।  এভাবে একটি দেশ চলতে পারে না।

রিজভী বলেন, নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ থেকে কার্গো বিমানে মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।  এতে দেশের গার্মেন্ট শিল্প বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।  দেশের ৬০ শতাংশের বেশি পণ্য রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নে।  এর মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাজ্য।  এ অবস্থা চলতে থাকলে রপ্তানিতে অশনি সংকেত দেখা দেবে।  অনিশ্চয়তার মুখে পড়বে গার্মেন্টসহ দেশের বিভিন্ন রপ্তানি খাত।

তিনি বলেন, বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার না করলে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশি যাত্রীবাহী ফ্লাইটগুলো।  এ ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন।  

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, এর আগে বাংলাদেশ থেকে কার্গো বিমানে মালামাল পরিবহনে অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা দিয়েছে।  যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করেছে।  অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভয়াবহ এক অবরোধের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ।  

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে