শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৯:৪২:০৩

সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭

সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সহ ৭ জন অগ্নিদগ্ধ হয়েছে। শুক্রবার রাস সোয়া ৭টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-এখলাস মিয়া (২০), জরিনা বেগম (৩০), তাসলিমা (০৭), আবদুর রহমান (০৯), ইয়ামিন (০৬), আবু কালাম (৩০), ইব্রাহিম মিয়া (১৭)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবু কালামের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, কুট্টাপাড়া এলাকার ছালেক মিয়ার বাড়িতে শিউলি বেগম নামে এক গৃহবধূ এলপি গ্যাস দিয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে তিন শিশুসহ ৭ জন অগ্নিদগ্ধ হন। পরে পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে