শনিবার, ১২ মার্চ, ২০১৬, ১১:২১:৪২

বিজিবি-বিএসএফের যৌথ মহড়া শুরু

বিজিবি-বিএসএফের যৌথ মহড়া শুরু

নিউজ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন দিনের যৌথ মহড়া শুরু হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এ যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘সুন্দরবন মৈত্রী’।

শনিবার সুন্দরবনের ভারতীয় অংশে এই শুরু হওয়া এই মহড়া সোমবার শেষ হবে। এ ধরনের মহড়া এটাই প্রথম। উভয় বাহিনীর স্থল এলাকায় দায়িত্বরত সদস্যদের সঙ্গে নদী সুরক্ষার দায়িত্বে থাকা সদস্যরা মহড়ায় অংশ নেবেন।

২০১৪ সালের ২৫ থেকে ৩০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত দুই সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে এ যৌথ মহড়ার সিদ্ধান্ত হয়।

দুই দেমের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানোর জন্যই এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। এটি দুই বাহিনীর মধ্যে যোগাযোগ ও সীমান্ত পরিচালনার ক্ষেত্রে আরো বেশি কার্যকারী হবে বলেও জানায় বিএসএফ।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে