শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০২:৪৮:০৭

চলে গেলেন ‘ভাত দে হারামজাদা’খ্যাত কবি রফিক আজাদ

চলে গেলেন ‘ভাত দে হারামজাদা’খ্যাত কবি রফিক আজাদ

ঢাকা : একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী ‘ভাত দে হারামজাদা’খ্যাত কবি রফিক আজাদ আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

মস্তিস্কে রক্তক্ষরণের পর রফিক আজাদ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

গত জানুয়ারিতে রফিক আজাদের ‘ব্রেইন স্ট্রোক’ হলে তাকে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার বিকালে তাকে আনা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে