শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৫:৩২:১৪

মালয়েশিয়ায় ১৫ লাখ শ্রমিক নেয়া স্থগিত

মালয়েশিয়ায় ১৫ লাখ শ্রমিক নেয়া স্থগিত

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে মালয়েশিয়া সরকার ১৫ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে বলে শনিবার মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।  কোনো দেশ থেকেই বিদেশি শ্রমিক নেবে না দেশটি।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, নতুন করে কোনো বিদেশি শ্রমিক নেবে না তারা।

জাহিদ হামিদি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার গণমাধ্যমকে তিনি জানান, নতুন করে কোনো বিদেশি শ্রমিক নেয়া হবে না।  অনুমতি ছাড়া মালয়েশিয়ায় যারা কাজ করছে বা অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বৈধতার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

তিনি জানান, শ্রমিকদের নিয়োগদাতা প্রতিষ্ঠানকে আগামী ৩০ জুনের মধ্যে শ্রমিকদের বৈধতার বিষয়টি নিষ্পত্তি করতে হবে।  এ সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।  কিন্তু এগিয়ে আনা হয়েছে।  
 
জাহিদ হামিদি নিয়োগদাতা ও রিক্রুটমেন্ট সংস্থাগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, নিয়ম না মানলে এবার জরিমানা দিয়েই খালাস পাওয়া যাবে না, আরো কঠোর শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে