শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৬:১০:৩৩

ওই সময় বিএনপি আনাড়ি ছিল : হান্নান শাহ

ওই সময় বিএনপি আনাড়ি ছিল : হান্নান শাহ

নিউজ ডেস্ক : বিএনপি ক্ষমতায় গেলে এক-এগারোর নেপথ্য নায়কদের বিচার করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘১/১১-এর কুশীলব ও তাদের বর্তমান প্রেক্ষিত’- শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

‘জাতীয়তাবাদী প্রচার দল’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

হান্নান শাহ বলেন, এক-এগারোর কুশীলবদের সঙ্গে মিলে যারা ষড়যন্ত্র করেছিল তারাই এখন সরকারের সিনিয়র-জুনিয়র মন্ত্রী-এমপি।  সে কারণেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এক-এগারোর কুশীলবদের বিচার করবে না।  তবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এর নেপথ্যের নায়কদের বিচার করবে।

তিনি বলেন, এক-এগারোর সময় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের বিচার করুন।  বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। রাজনীতিবিদদের কীভাবে ঠেঙ্গানো যায় তা করতেও দ্বিধা করেননি তারা।

হান্নান শাহ বলেন, ওই সময়ে বিএনপি আনাড়ি ছিল।  সেজন্য দেশের সামনে যে দুর্যোগ এসেছিল তা যেমন দেখতেও পারেনি, তেমনি তা মোকাবেলাও করতে পারেনি।  বিএনপি বড় দল, মুখে কথা বললেও নেতাকর্মীরা কাপুরুষের ভূমিকায় ছিলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে নেতৃত্ব মেনে গণমাধ্যমে বিবৃতি পাঠানোর জন্য দলের সব স্থায়ী কমিটির সদস্য, এমপি-মন্ত্রীদের বাসায় বাসায় গিয়েছি।  কিন্তু সাতজনকে ছাড়া আর কাউকে পাইনি।  আমি নিজে একশ'জনের নাম লিখে পত্রিকায় বিবৃতি পাঠিয়েছিলাম।  তারাই এখন ওই সময়ের ভূমিকার জন্য গর্ববোধ করেন।  কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে তখন ভয় পেয়েছিলেন।

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল আফসার বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খোকন প্রমুখ।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে