ঢাকা : বিএনপির জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, যারা সাহসিকতার সঙ্গে রাস্তায় নামতে পারবে তাদের পদে আনার চেষ্টা করুন।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. জাফরুল্লাহ বলেন, স্থায়ী আর উপদেষ্টা কমিটি দিয়ে গুলশানের ঘর ভর্তি করলে কোনো লাভ হবে না। দেশ এখন অদ্ভূত ক্রান্তিকাল পার করছে। উন্নয়নের নামে দেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। মানুষ এখন খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, পুলিশ যখন বিরোধী দলের নেতাকর্মীদের আন্দোলন ঠেকাতে বা ১৭ হাজার মামলায় তাদের গ্রেপ্তার করতে ব্যস্ত, তখন দেশে কোথায় কি হচ্ছে তার খবর কীভাবে রাখবে।
ডা. জাফরুল্লাহ বলেন, শাসকগোষ্ঠী নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন দখল করার পর এখন হাইকোর্টকেও দখল করার ষড়যন্ত্র করছে।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাহসের কোনো অভাব নেই। এরপরও আপনারা বেগম জিয়ার সামনে মুখ খুলতে নারাজ কেন? তাকে আপনাদের সমস্যার কথা জানান। নিশ্চয়ই তিনি সমাধানের চেষ্টা করবেন।
আয়োজক সংগঠনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।
১২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম