শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৯:৫২:০৭

মালয়েশিয়ায় ১৫ লাখ লোক স্থগিতের তিন কারণ : ব্যারিস্টার মওদুদ

মালয়েশিয়ায় ১৫ লাখ লোক স্থগিতের তিন কারণ : ব্যারিস্টার মওদুদ

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় ১৫ লাখ লোক নেয়ার চুক্তি স্থগিতের তিন কারণ বলে যুক্তি দেখালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

কারণ তিনটি হচ্ছে- সরকারের অদক্ষতা, ব্যর্থতা ও অদূরদর্শিতা।  এসব কারণেই মালয়েশিয়ায় ১৫ লাখ লোক নেয়ার চুক্তি বাতিল করে দিয়েছে বলে জানান ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১৫ লাখ লোক নেয়ার চুক্তি বাতিল করা হয়েছে।  সরকারের ব্যর্থতার মূল কারণ হচ্ছে দেশে কোনো জবাবদিহিতা নেই।

১২ মার্চ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে রাজনীতিবিদ মশিয়ূর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ আলোচনা সভা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মশিয়ূর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটি।  

আলোচনা সভায় মওদুদ আহমদ বলেন, গণতন্ত্রবিহীন দেশে উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদের আবির্ভাব ঘটে।  এটা কোনো দলের সমস্যা নয়, এটা রাষ্ট্রের সমস্যা।  সরকার যদি মনে করে পুলিশ ও র‌্যাব দিয়ে মোকাবেলা করতে চায় তাহলে সমস্যার সমাধান হবে না।  এ ভুলের মাশুল এ দেশের জনগণকেই দিতে হবে।  

তিনি বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ মোকাবেলার উদ্যোগ গ্রহণ করতে হবে।  এ ক্ষেত্রে সরকার যদি কোনো উদ্যোগ গ্রহণ করে তাতে আমরা সহযোগিতা করবো।

ব্যারিস্টার মওদুদ বলেন, বিএনপির নামে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।  বিএনপি হল মধ্যপন্থী উদার গণতান্ত্রিক দল।  মুক্তিযোদ্ধার চেতনায় উদ্ধুদ্ধ দল।  জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করে বিএনপি। ক্ষমতায় গেলে উগ্রবাদ, মৌলবাদ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।  

তিনি বলেন, এখন বিএনপির কোনো কঠিন কর্মসূচি নেই।  এরপরও চরম নৈরাজ্য চলছে দেশে।  দেশে শাসন আছে কিন্তু সুশাসন নেই।  বর্তমান সরকারের সময়ে সুশাসন ভুলন্ঠিত হয়ে গেছে।  রাষ্ট্রীয় ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুন্ঠন করা হচ্ছে।  

ব্যারিস্টার মওদুদ বলেন, শেয়ারবাজার, ডেসটিনি, হলমার্ক থেকে সরকারের মদদে জনগণের অর্থ চুরি করেছে।  কোনোটিরই বিচার না হওয়ার কারণে রাষ্ট্রীয় ব্যাংক খালি হয়েছে।  এখন তারা থাবা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকে।  রিজার্ভ ফান্ডের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে চলে গেছে।
আবার হ্যাকারদের মাধ্যমে রিজার্ভের টাকা চুরি হয়ে গেছে।  

তিনি বলেন, কার্গো বিমান বন্ধ করে দিয়েছে বিট্রিশ সরকার।  তারা সরকারকে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করে দেবে বলে সতর্ক করে দিয়েছে।  এর ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।  মনে হয় দেশে কোনো সরকার নেই।

ব্যারিস্টার মওদুদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মশিয়ূর রহমান যাদু মিয়া একটি অনন্য সাধারণ নাম।  জনগণ ও জনগণের অধিকার নিয়ে ছিল তার চিন্তা ভাবনা।  তিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গেছেন। যাদু মিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী।  

আয়োজক সংগঠনের আহবায়ক মো. শামসুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানী, নগর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক মাইফুউদ্দীন আহমেদ মনি, যাদু মিয়ার মেয়ে মিসেস রীতা প্রমুখ।
১২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে