শনিবার, ১২ মার্চ, ২০১৬, ১১:২৯:৫৬

‘টিভি খুলতে ভয় পাই’

‘টিভি খুলতে ভয় পাই’

নিউজ ডেস্ক : উইমেন এন্ট্রারপ্রিনিয়রস অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরিন আউয়াল মিন্টু বলেছেন, যেভাবে শিশু খুন হচ্ছে তাতে টিভি খুলতে এখন ভয় পাই।  পত্রিকা খুলতে ভয় পাই।  পত্রিকা খুললেই শিশু আর শিশু হত্যার খবর। কেন হচ্ছে এগুলো?

শনিবার বিকেলে ইডব্লিউএমজিএলের কনফারেন্স রুমে ‌‘আমাদের শিশু আমাদের দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ প্রতিদিন।  

বসুন্ধরা গ্রুপের টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর'র হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, পীর মেসবাহ, নূরজাহান বেগম, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা, রাজনীতিক শামা ওবায়েদ, নিউজ টুয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, ইন্ডিপেন্ডেন্ট টিভি'র অ্যাসাইনমেন্ট এডিটর সুলতানা রহমান প্রমুখ।

নাসরিন আউয়াল মিন্টু বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ।  কিন্তু তাদের কী শেখাচ্ছি? কী দিচ্ছি? আমাদের স্কুল আছে অসংখ্য, কিন্তু খেলার মাঠ নেই। সাংস্কৃতিক কোনো কর্মসূচি নেই।  খেলার মাঠের বদলে শিশুদের হাতে ধরিয়ে দিচ্ছি একটা কম্পিউটার।  

তিনি বলেন, এভাবে আবদ্ধ পরিবেশে বড় হয়ে ওই শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি কতটুকু হচ্ছে? ধনী ঘরের সন্তানদের জন্য ভালো ভালো স্কুল আছে, দরিদ্রদের জন্য কোথায়? আবার ঘরে শিশুকে শিক্ষা দেয়ার সময় আমাদের নেই।  নানাভাবে শিশুদের আমরা বঞ্চিত করছি।

নাসরিন আউয়াল মিন্টু বলেন, সমাজে শিশু নির্যাতন ও শিশু হত্যা বেড়ে গেছে।  শিশুদের আমরা বলছি ভবিষ্যৎ, সেই শিশুদের ছোট্ট একটা বিষয়ের জন্য সামান্য কিছু টাকার জন্য মেরে ফেলব! গুম করব! এভাবে শিশু হত্যা আর দেখতে চাই না।
১২মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে