রবিবার, ১৩ মার্চ, ২০১৬, ০২:৩৫:২৮

দুই সন্তান হত্যা নিয়ে মুখ খুলেছেন মা মাহফুজা

দুই সন্তান হত্যা নিয়ে মুখ খুলেছেন মা মাহফুজা

নিউজ ডেস্ক : রামপুরার বনশ্রীতে আলোচিত দুই সন্তান হত্যার ঘটনায় মুখ খুলেছেন মা মাহফুজা। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিতে শরীর শিউরে উঠার মতো কথা বলেছেন তিনি। ঢাকার মহানগর হাকিম গোলাম নবী তাঁর খাসকামরায় মাহফুজার জবানবন্দি নেওয়া শুরু করেন। বেলা দুইটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর জবানবন্দি চলছে। মাহফুজার পাঁচ দিনের রিমান্ডের শেষদিন আজ।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, আমরা মূলত তিনটি পয়েন্ট ধরে জিজ্ঞাসাবাদ করেছি। প্রথমত রক্তে মাংসে গড়া একজন মানুষ হিসেবে। দ্বিতীয়ত এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা যা দেখে ফেলায় সন্তানদের হত্যা করা হতে পারে এবং শেষ পয়েন্টটি হল তিনি অন্য কারো দায় নিজের কাধে নিচ্ছেন কিনা।

মা মাহফুজা বলেছেন, আমি আমার সন্তানদের হত্যায় অনুতপ্ত নই। তাদের হত্যা করায় আমি এখন ভারমুক্ত। তবে মাঝে মাঝে খারাপ লাগে, তাদের মনে পড়ে।

মনিরুল ইসলাম জানান, মা মাহফুজা জটিল মানসিক অবস্থায় হঠাৎ করেই এ কাজটি করেছেন। পূর্ব পরিকল্পিত বা কোনো সিদ্ধান্ত নিয়ে এ হত্যাকাণ্ড ঘটাননি। তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

তিনি বলেন, ‘বিশ্বে এ ধরনের ঘটনা বিরল হলেও অসম্ভব কিছু নয়, ঘটতে পারে। বিশ্বে এমন ঘটনা আগে ঘটেছে, বাংলাদেশেও ঘটেছে।’

গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীর বি-ব্লকের একটি বাসায় মাহফুজা মালেকের দুই সন্তান নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজনেরা বলেন, স্থানীয় একটি চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে তাদের মৃত্যু হয়েছে। পরদিন ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া যায়। এরপর ৩ মার্চ র‍্যাব দাবি করে, তাদের জিজ্ঞাসাবাদে মাহফুজা মালেক সন্তান হত্যার দায় স্বীকার করেছেন।

ওই দিন রাতেই মাহফুজাকে একমাত্র আসামি করে দুই সন্তানের বাবা আমান উল্লাহ রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরদিন রামপুরা থানার পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে পুলিশ সন্তোষজনক তথ্য না পাওয়ায় ৯ মার্চ আলোচিত মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে