রবিবার, ১৩ মার্চ, ২০১৬, ০৩:২৮:০৯

বাংলাদেশ ব্যাংকের আচরণে অখুশি অর্থমন্ত্রী, ব্যবস্থা নেওয়া হবে

বাংলাদেশ ব্যাংকের আচরণে অখুশি অর্থমন্ত্রী, ব্যবস্থা নেওয়া হবে

নিউজ ডেস্ক : হ্যাকিংয়ের মাধ্যমে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর আগে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘বিষয়টা দুই মাস আগে ঘটলেও আমাকে জানানো হয়নি। এটি বাংলাদেশ ব্যাংকের এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। পুরো বিষয়টি নিয়ে আমি খুবই অখুশি।’

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অদক্ষ ব্যবস্থাপনার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই একটি বিবৃতি দেব। এটি (বিবৃতি) অবশ্যই আজ অথবা আগামীকালের মধ্যেই হবে।’

গত ৪ ফ্রেব্রুয়ারি মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় অজ্ঞাত হ্যাকাররা। এর মধ্যে শ্রীলংকার একাউন্ট থেকে ২ কোটি ডলার উদ্ধার করা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিউইয়র্কের ফেডারেল ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৬৩৫ কোটি টাকা এখনো ফেরত আসেনি। নজিরবিহীন এই ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা/দের যোগসাজশ থাকতে পারে বলে বিশেষজ্ঞরা সন্দেহ করছেন। এটাকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক হ্যাকিংয়ের ঘটনা বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম বৈঠক। বৈঠকে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে