ঢাকা : বড়মগবাজারের পর এবার মোবাইল কানে খিলক্ষেতে যুবক শেষ। মোবাইল ফোনে কথা বলতে বলতে রাজধানীর খিলক্ষেত রেল ক্রসিংয়ে অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে বসির উল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনা ঘটে রোববার সকাল সাড়ে ৯টার দিকে বলে পথচারীরদের বরাত দিয়ে জানান ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর।
তিনি জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। বসির উল্লাহ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় মিলে। তার নাম বসির উল্লাহ। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।
রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান এসআই আলী আকবর।
এদিকে রাজধানীর বড়মগবাজারে সম্প্রতি বুয়েটের এক ছাত্র কানে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে যায়।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম