রবিবার, ১৩ মার্চ, ২০১৬, ০৪:১০:৪৫

‘বায়োডাটা দিয়ে রাজনীতি হয় না’

‘বায়োডাটা দিয়ে রাজনীতি হয় না’

ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নেতাকর্মীরা পদ লাভের জন্য যেভাবে সক্রিয়, রাজপথের আন্দোলনে তার অর্ধেক সক্রিয় থাকলে বিএনপির আন্দোলন সফল হতো।  বায়োডাটা দিয়ে রাজনীতি হয় না।

১৩ মার্চ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বিএনপির কাউন্সিল সফলের এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফলের লক্ষ্যে দলটির ঢাকা মহানগর শাখা এ প্রস্তুতি সভার আয়োজন করে।

গয়েশ্বর রায় বলেন, নেতাকর্মীরা রাজপথের আন্দোলনে তৎপর থাকলে আমাদের শেখ হাসিনার রাজত্বে বসবাস করতে হতো না।  আমরা এখন বেগম খালেদা জিয়ার রাজত্বে বাস করতে পারতাম।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পদ দখলের প্রতিযোগিতায় আন্দোলন সফল হয় না।  পদ মানেই দায়িত্ব, কিন্তু পদ পাওয়ার পর সেটা কেউ খেয়াল করেন না।  এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

গয়েশ্বর রায় বলেন, আমাদের মনে রাখতে হবে, বায়োডাটা (জীবনবৃত্তান্ত) দিয়ে কখনো রাজনীতি হয় না।  নেতাও হওয়া যায় না।  এজন্য নিজ নিজ অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয়।  

তিনি বলেন, কাউন্সিলে বাইরে থেকে যারা আসবেন তারা শুধু কাউন্সিলর ও ডেলিগেট নন, তারা বীর সিপাহসালার।  তাদের যথাযথভাবে মূল্যায়ন ও আপ্যায়ন করা আমাদের দায়িত্ব।  বিগত দুটি আন্দোলনে তারা জীবনবাজি রেখে রাজপথে আন্দোলন করেছেন।  আমরা ঢাকায় যারা বাস করি তাদের ব্যর্থতার কারণেই আন্দোলন সফল হয়নি।  

গয়েশ্বর রায় বলেন, ১৯ মার্চ কাউন্সিলের দিন সরকার কোনো ষড়যন্ত্র করবেন কি করবেন না তা জানি না।  তবে কাউন্সিলের আগেই বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন।  আমরা সরকারের কিছু ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছি।  বাকি ষড়যন্ত্রও আমাদের মোকাবেলা করতে হবে।

ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহানগরের যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাসার, মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস প্রমুখ।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে