রবিবার, ১৩ মার্চ, ২০১৬, ০৪:৫৯:৩৭

ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ছিনতাইকারীর গুলিতে খুন

ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ছিনতাইকারীর গুলিতে খুন

ঢাকা : ছিনতাইকারীর গুলিতে স্যানিটারি ম্যানেজার ম্যানেজার খুন হয়েছেন।  ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে রাজধানীর রামপুরার হাজীপাড়া নতুন রাস্তা এলাকায় স্যানিটারি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ইসমাঈল হোসেন খুন হন।

ছিনতাইকারীরা গুলি করে তার কাছে থাকা দুই লাখ ৯০ হাজার টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ করেছেন ‘বাংলাদেশ স্যানিটারি’র মালিক মিন্টু মিয়া।

রোববার দুপুর পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাঈল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোস্তফা কামালের ছেলে।  তিনি রামপুরার বিটিভি সেন্টারের পাশে ‘বাংলাদেশ স্যানিটারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।  তিনি থাকতেন মগবাজারের মধুবাগ এলাকায়।

বাংলাদেশ স্যনিটারির মালিক মিন্টু মিয়া জানান, রোববার দুপুর আড়াইটার দিকে হাজীপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ২ লাখ ৯০ হাজার টাকা তুলে রামপুরা বাজারের ডাচ্‌ বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তিনি। হাজীপাড়া নতুন রাস্তা এলাকায় চশমার দোকানের সামনে পৌঁছলে ছিনতাইকারীরা তাকে গুলি করে টাকা ছিনিয়ে নেয়।

গুরুতর আহতাবস্থায় ইসমাঈলকে প্রথমে খিলগাঁওয়ের খিদমাহ্ হাসপাতালে ভর্তি করা হয়।  পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়।  সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের ক্যাম্প ফাঁড়ির ইনচার্জ এসআই জুলহাস উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে