রবিবার, ১৩ মার্চ, ২০১৬, ০৫:৪৫:৪২

ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক : সড়কে টোলের নামে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, সারাদেশে সড়ক ও মহাসড়কে ঘাটে ঘাটে পরিবহনকে টোল দিতে হয়, টোলের নামে এটা চাঁদাবাজি।  টোলের নামে চাঁদাবাজি যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।

রোববার সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও মালিক-শ্রমিক প্রতিনিধি ।

সেতুমন্ত্রী বলেন, এখন থেকে সব বৈধ যানবাহনে স্টিকার লাগাবে সরকার। যেসব যানবাহনে বৈধ কাগজপত্র থাকবে, তাদের এপ্রিল থেকে এসব স্টিকার দেয়া হবে।

স্টিকারবিহীন গাড়ির বিরুদ্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইন চূড়ান্ত করার লক্ষ্যে আগামী মাসে নীতি-নির্ধারক, পরিবহন খাতের মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে।

১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে