ঢাকা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্ব পালনে গাফিলতি করলে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
রোববার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনের সময় কেউ কাজে অবহেলা করছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে যাচাই করে ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সঠিকভাবে কাজ করতে ও নির্বাচনি আচরণবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনিয়ম ও জালিয়াতির ঘটনায় জিরো টলারেন্স নীতিতে কাজ করারও আহ্বান জানান তিনি।
মো. শাহনেওয়াজ জানান, বিভিন্ন স্থানে অনিয়ম ও সংঘর্ষের ঢালাও অভিযোগ করলে ব্যবস্থা নেয়া সম্ভব নয়। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হচ্ছে।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম