ঢাকা : যুক্তরাজ্যের প্রস্তাব বাস্তবায়নে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাত সদস্যবিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা উন্নয়ন ও কার্গো কমপ্লেক্সকে ঢেলে সাজাতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল।
ওই প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ মার্চ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লাকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরিপ্রেক্ষিতে স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে রোববার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীতকরণ এবং ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যে কার্গো ফ্লাইটের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারে সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে সরকার।
এ প্রক্রিয়ায় রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লাকের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলের সাথে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নিরাপত্তাব্যবস্থা উন্নয়ন ও কার্গো কমপ্লেক্সকে ঢেলে সাজাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি একটি পর্যবেক্ষণ প্রস্তাব দিয়েছে ব্রিটিশ প্রতিনিধি দল। এ প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। ২০ মার্চ এ কমিটির সাথে একটি রিভিউ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্ব প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহম্মেদ সিদ্দিকি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, পররাষ্ট্র সচিব শহুদুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসনাত জিয়াউল হক ও মন্ত্রীর একান্ত সচিব এ টি এম নাসির মিয়া উপস্থিত ছিলেন।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম