সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ১২:৩১:৩২

নিঃশর্ত ক্ষমা চাইলেন খাদ্যমন্ত্রী

নিঃশর্ত ক্ষমা চাইলেন খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলায় প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় আপিল বিভাগের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সোমবার আইনজীবী মামুন মাহবুবের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন করেন খাদ্যমন্ত্রী।

মামুন মাহবুব সাংবাদিকদের জানিয়েছেন, ‘মন্ত্রী দেশের বাইরে থাকায় এক সপ্তাহের সময়ের আবেদন করেছি।’ একইসঙ্গে মন্ত্রী সশরীরে হাজির হওয়ার ব্যাপারে এক সপ্তাহের সময় আবেদন করা হয়েছে।

এর আগে দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক নিঃশর্ত ক্ষমা চাইতে পারেন বলে জানিয়েছিলেন তাদের আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

সোমবার সকালে আবদুল বাসেত মজুমদার বলেন, সোমবার সংশ্লিষ্ট শাখায় জবাব দাখিল করব। মঙ্গলবার দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি হবে।

গত ৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করেন সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক।
১৪ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে