সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৩:৫৮:৩৮

কাল কাদের সিদ্দিকীর ভাগ্য নির্ধারণ

কাল কাদের সিদ্দিকীর ভাগ্য নির্ধারণ

নিউজ ডেস্ক : টাঙ্গাইল-৪ উপনির্বাচনে কাল মঙ্গলবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাগ্য নির্ধারণ।  মনোনয়নপত্র গ্রহণের জন্য তার করা রিট আবেদন খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে।

আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন।

গত ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র গ্রহণের জন্য চেয়ে করা বঙ্গবীর কাদের সিদ্দিকীর রিট খারিজ করে দেয় হাইকোর্ট।  খারিজের রায়ের বিরুদ্ধে আপিল করেন কাদের সিদ্দিকী।

আপিলের পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও নির্বাচন কমিশনের পক্ষে ব্যারিস্টার ইয়াসিন খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।  

শুনানি শেষে আদালত মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন।
১৪মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে