নিউজ ডেস্ক : মহিলাদের দারুণ সুখবর দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী উত্তরার আব্দুল্লাহপুর থেকে মতিঝিল পর্যন্ত বিআরটিসি মহিলা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন তিনি।
আগামীকাল মঙ্গলবার থেকেই এ সার্ভিস চলবে।
সোমবার সড়ক পরিহবন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ৭টায় আব্দুল্লাহপুর বিআরটিসি কাউন্টার থেকে বাসটি মহিলা যাত্রীদের নিয়ে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিকেল ৫টায় মতিঝিল থেকে আবার আব্দুল্লাহপুরের উদ্দেশ্যে ছাড়বে।
এছাড়া চট্টগ্রামেও এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে।
এ সার্ভিসের আওতায় দুটি বাস নগরীর নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কালুরঘাট হতে কাঠগড় চলাচল করছে।
১৪মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম