ঢাকা : কাউন্সিলের জন্য বিএনপির যেটি ফাস্ট চয়েজ সেটির জন্য আবারো আবেদন করেছে দলটি। তবে বরাদ্দ দেয়া জায়গাটি সবচেয়ে ছোট বলে অভিযোগ করেছে দলটি। কাউন্সিলর ও ডেলিগেটদের স্বাচ্ছন্দে বসার জন্য বরাদ্দকৃত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ফের আবেদন করেছে বিএনপি।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।
প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ গত ২ মার্চ রাতে কাউন্সিলের জন্য তাদের জায়গা ব্যবহার করতে দেয়ার বিষয়টি বিএনপিকে লিখিতভাবে অবহিত করে।
পরদিন ৩ মার্চ নয়াপল্টনে বিএনপির এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানিয়ে রিজভী আহমেদ বলেন, কাউন্সিলের ভেন্যু হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি পাওয়ায় তারা সোহরাওয়ার্দী উদ্যানের আবেদন প্রত্যাহার করে নিচ্ছে। এখন তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে কেন্দ্র করে সম্মেলনের প্রস্তুতি শুরু করবেন।
এর আগে, গণপূর্ত অধিদপ্তর বিএনপিকে চিঠি দিয়ে জানিয়েছিল, ডিএমপির অনুমতি সাপেক্ষে বিএনপি কাউন্সিলের ভেন্যু হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করতে পারবে। এ ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই।
এরও আগে বিএনপির জাতীয় কাউন্সিলের ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও সোহরাওয়ার্দী উদ্যান- এ তিনটি স্থান চেয়ে গত ২৪ জানুয়ারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে দলটি।
আজ সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপির মতো একটি বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এত ছোট পরিসরে কাউন্সিল করা খুবই দুরূহ ব্যাপার। সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ বরাদ্দ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবারো অনুরোধ করছি। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরকে আবারো চিঠি দেয়া হয়েছে বলে তিনি জানান।
১৪মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম