সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৮:৩৩:০০

‘সব রাস্তায় ফ্রি-ইন্টারনেট সংযোগ দেয়ার ঘোষণা’

‘সব রাস্তায় ফ্রি-ইন্টারনেট সংযোগ দেয়ার ঘোষণা’

ঢাকা : নগরবাসীর জন্য একটি সুখবর, সব রাস্তায় ফ্রি ইন্টারনেট ওয়াইফাই সংযোগ দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি এলাকার সব রাস্তায় বিটিসিএলের সহায়তায় ফ্রি ইন্টারনেট ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে।  বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, জাতি এগিয়ে যাচ্ছে, ঢাকাও এগিয়ে যাবে।  

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর সহায়তায় এ সুবিধা পাবে নগরবাসী।  

আজ সোমবার দুপুরে পরিচ্ছন্নতা বছর ২০১৬ উপলক্ষে বিটিসিএল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটি নগরবাসীর জন্য একটি সুখবর।  সেইসঙ্গে ময়লা-আবর্জনা দূর করে ঢাকাকে একটি স্বপ্নের নগরী হিসেবে গড়ে তোলা হবে।  এসময় তিনি বর্জ্য ব্যবস্থাপনায় প্রশাসনিক দুর্বলতার বিষয়টি স্বীকার করেন।  

মেয়র বলেন, শুধু মেয়র বা মেয়রের কর্মচারীদের পক্ষে ঢাকা নগরীর সমস্ত বর্জ্য পরিষ্কার করা সম্ভব নয়।  নগরবাসীকে এগিয়ে আসতে হবে।  ঢাকা দক্ষিণের আওতাধীন এলাকায় মার্চ থেকে এপ্রিলের মধ্যে ৫৭০০টি ডাস্টবিন স্থাপন করা হবে।

তিনি বলেন, ২০১৬ সালের মধ্যে ১৫ হাজার ডাস্টবিন স্থাপন করা হবে, যাতে প্রতি ১০০ গজ পর পর ময়লা ফেলার জন্য একটি করে ডাস্টবিন পান।  সন্ধ্যা ৭টার পর নগরবাসীকে আবর্জনা ফেলতে অনুলোধ করেন।  

মেয়র সাঈদ খোকন বলেন, সারারাত পরিচ্ছন্নতাকমীরা সেসব অপসারণ করবেন এবং সকালে নগরবাসী এক পরিচ্ছন্ন ঢাকা দেখতে পাবেন।

অনুষ্ঠান শেষে মেয়র বিটিসিএলের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিল্লাল।
১৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে