সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৯:২৪:৫৫

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীও ক্ষমা চাইলেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীও ক্ষমা চাইলেন

নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে মন্তব্য করে আদালত অবমাননা করায় নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে লিখিতভবে আবেদন জমা দেন তিনি।

এরপর আগামীকাল ১৫ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় দুই মন্ত্রীকে আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে তার আইনজীবী আবুল হোসেন সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আমরা লিখিত ব্যাখ্যা আদালতে জমা দিয়েছি।  আবেদনে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আদালত ও বিচারপতিদের প্রতি শ্রদ্ধাশীল।  আগামীকাল সকালে মন্ত্রী শুনানিতে অংশ নেবেন।

প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় এর আগে আজ বেলা ১২টার দিকে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করে গত ৫ মার্চ রাজধানীতে এক সেমিনারে বক্তব্য রাখেন সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক।  

একইসঙ্গে মীর কাসেম আলীর মামলায় আপিল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতি যেসব মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে পুনরায় শুনানি করার আহ্বান জানান দুই মন্ত্রী।
১৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে