নিউজ ডেস্ক : পাঁচদিনের সফরে ঢাকায় এখন ভুটানের রানী মাতা শেরিং পেং ওয়াংচুক। ঢাকায় পৌঁছে তিনি সোমবার বিকেলে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
সোমবার সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলেট) মিজানুর রহমান তাকে স্বাগত জানান।
রানী মাতার সঙ্গে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আছেন ভুটানের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ড ওয়াইডিএফের সহ-সভাপতি রাজকন্যা চিমি ইয়াংজোম ওয়াংচুক।
রানী মাতা ওয়াইডিএফের সভানেত্রী। সংগঠনটি থেকে ভুটানের বিভিন্ন যুব উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা ও আনুসঙ্গিক উপকরণ সরবরাহ করা হয়।
তিনি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া শাহবাগে জাতীয় জাদুঘর ঘুরে দেখবেন। তিনি মহাখালীর ব্র্যাক সেন্টারেও পরিদর্শনে যাবেন। গুলশানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি বিক্রয়কেন্দ্রে যাবেন তিনি।
মানিকগঞ্জে ব্যাকের একটি আঞ্চলিক কার্যালয় পরিদর্শনের কথা রয়েছে তার। বৃহস্পিতবার গাজীপুরের কালিয়াকৈরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইল, গার্মেন্ট ও সিরামিক কারখানা পরিদর্শন করবেন তিনি।
১৮ মার্চ সকালে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন রানী মাতা। ঢাকায় অবস্থানকালে তিনি হোটেল সোনাগাঁওয়ে আথিয়েতা গ্রহণ করছেন।
১৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম