সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ১১:১৬:১১

ড. আতিউরের বিষয়ে কাল কি সিদ্ধান্ত নেবেন অর্থমন্ত্রী?

ড. আতিউরের বিষয়ে কাল কি সিদ্ধান্ত নেবেন অর্থমন্ত্রী?

নিউজ ডেস্ক : অর্থ লুটের বিষয়ে মঙ্গলবার বেলা ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এসএম জাকারিয়া হক সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, আগামীকাল সকাল ১১টায় অর্থমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলবেন।  এতে গভর্নর ড. আতিউর রহমানকেও থাকতে বলা হয়েছে।

রিজার্ভ চুরির ঘটনা বাংলাদেশ ব্যাংকের ধামাচাপা দেয়ার চেষ্টায় ভীষণ চটেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম।  সোমবার প্রধানমন্ত্রীর কাছে নালিশও করেছেন মুহিত।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক অনুষ্ঠানে যোগ দিতে গভর্নর ভারত যান।  তিনি আজ দেশে ফিরেছেন।  রিজার্ভ ব্যাংকের টাকা চুরির ঘটনা গোপন রাখা, দেশজুড়ে সমালোচনা, অর্থমন্ত্রীসহ সিনিয়র মন্ত্রীদের অসন্তোষের মুখে গভর্নর ড. আতিউর রহমান।  

এদিকে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সভাও স্থগিত হয়ে গেছে। শোনা যাচ্ছে, নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থসচিব ড. মোহাম্মদ তারেক নিয়োগ পাচ্ছেন। 

সোমবার বিকেলে দেশে ফিরে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ড. আতিউর রহমান।  এদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে গভর্নরের বিরুদ্ধে অর্থমন্ত্রী নালিশ করেছেন।  মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রীসহ সিনিয়র মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সেখানে ড. আতিউরের বিষয়ে নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়- এমনটাই বিশ্বস্তসূত্রে জানা গেছে।  কাল অর্থমন্ত্রী ড. আতিউর রহমানের সিদ্ধান্তের বিষয়টি জানাতে পারেন।

১৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে