নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গচ্ছিত টাকা লোপাটের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দীনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়।
কমিটিতে একজন প্রযুক্তি বিশেষজ্ঞ, একজন সাবেক ব্যাংকার ও অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি তদন্ত কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।
গত মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার ফিলিপাইন ও শ্রীলঙ্কায় স্থানান্তরিত করে হ্যাকাররা। প্রাথমিক তদন্তে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হ্যাকিংয়ের মাধ্যমে এ টাকা চুরি করা হয়েছে।
এদিকে অর্থ লুটের বিষয়ে মঙ্গলবার বেলা ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এসএম জাকারিয়া হক সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান।
১৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম