নিউজ ডেস্ক : বহুল আলোচিত ৭ খুনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলা বাতিল চেয়ে আসামি সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে রবিবার এ রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় তৃতীয় ওই বেঞ্চে।
তারেক সাইদের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানিতে অংশ নেন।
৭ খুন মামলার আসামি র্যা বের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ গত ২৪ ফেব্রুয়ারি এ রিট দায়ের করেন। রিটে মামলার আইনগত বৈধতা নেই উল্লেখ করে মামলা বাতিলের আরজি ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
গত ০৬ মার্চ এ রিটের শুনানি শেষে ৮ মার্চ এ আবেদনের আদেশ দেওয়ার সময় বিব্রতবোধ করেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ। তারা আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। ফলে আইন অনুসারে তৃতীয় বেঞ্চ গঠন করে আবেদন নিষ্পত্তির দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
১৫ সার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস