নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন আতিউর রহমান।
বাংলাদেশ ব্যাংকের বিপুল অর্থ লোপাটের ঘটনায় ঝড় বইছে দেশে এবং দেশের বাইরে। এ নিয়ে সরকার যেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, তেমনি তোপের মুখে রয়েছেন গভর্নর আতিউর রহমান। দ্বীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন তিনি। জানালেন, পদত্যাগপত্র প্রস্তুত রেখেছেন।
সামগ্রিক বিষয় নিয়ে মঙ্গলবার বেলা আড়াইটায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে অর্থমন্ত্রী। তার কয়েক ঘণ্টা আগে গুলশানে নিজের বাসায় কয়েকজন সাংবাদিকের সামনে আসেন গভর্নর আতিউর।
ড. আতিউর রহমান বলেছেন, ‘আমি অপেক্ষা করছি, প্রধানমন্ত্রী কী বলেন। আমি পদত্যাগ করলে যদি বাংলাদেশ ব্যাংকের ভালো হয়, দেশের ভালো হয়, তাহলে পদত্যাগ করতে আমার দ্বিধা নাই। আমি পদত্যাগপত্র লিখে বসে আছি। প্রধানমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে আমি পদত্যাগ করব।’
তিনি জানান, সোমবার ভারত থেকে দেশে ফেরার পর রাতেই অর্থমন্ত্রীর বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন তিনি।
গভর্নর আতিউর রহমান বলেন, ‘তিনি বলেছেন, আমি চলে গেলে বাংলাদেশ ব্যাংক ভালো চলবে। কিন্তু আমি আমার বিবেক দ্বারা চালিত হই। মনে করি, প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন, তিনি না বললে আমার পদত্যাগ করা উচিৎ নয়।’
তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছি। আমি সাত বছর দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ ব্যাংককে সন্তানের মতো মনে করেছি। রিজার্ভের ২৮ বিলিয়ন ডলার থেকে অর্থ চুরি হোক- এটা আমি কখনও চাইনি।’
বাংলাদেশ ব্যাংক শুরুতেই বিষয়টি টের পেলেও কর্মকর্তারা তা গোপন করে যাওয়ায় অর্থমন্ত্রী মুহিতকে এক মাস পর তা পত্রিকা পড়ে জানতে হয়।
এ সম্পর্কে প্রশ্ন করা হলে আতিউর বলেন, ‘এ কথা ঠিক যে দেশের স্বার্থে অর্থ চুরি যাওয়ার বিষয়টি আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে একটু পরে জানিয়েছিলাম। তবে দেশের স্বার্থেই সেটা আমি করেছি। কারণ সঙ্গে সঙ্গে জানাজানি হয়ে গেলে আরো সাইবার অ্যাটাক হওয়ার আশঙ্কা ছিল।’
১৫ সার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস