মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০১:০৪:৩২

মেয়র আনিসুল হককে বেয়াইনের আইনি নোটিস

মেয়র আনিসুল হককে বেয়াইনের আইনি নোটিস

ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তারই বেয়াইন যুক্তরাষ্ট্র প্রবাসী শামীমুন নাহার লিপি। ক্ষমতার অপব্যবহারে অভিযোগ এনে এ নোটিশ পাঠানানো হয়।

লিপির পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা এ নোটিশ পাঠান আজ মঙ্গলবার (১৫ মার্চ)।
শামীমুন নাহার লিপি মেয়র আনিসুল হকের আত্মীয়। লিপির বোন লুসির স্বামী হলেন মেয়রের ভাই আমিনুল হক হেলাল।

নোটিশ সম্পর্কে অ্যাডভোকেট মাসুদ রানা জানিয়েছেন, পারিবারিক বিষয়াদি-সম্পত্তি নিয়ে মেয়র আনিসুল হক লিপিকে না ডেকে লিপির মা জিয়াউন নাহার ও ভাই আরিফুর রশিদের পক্ষালম্বন করায় এ নোটিশ পাঠানো হয়েছে এবং মেয়রকে পক্ষাবলম্বন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, কয়েকদিন আগে মেয়র আনিসুল হক লিপির মা ও ভাইয়ের মিথ্যা, বানোয়াট কথায় ক্ষমতার অপব্যবহার করে রামপুরা থানায় লিপির বিরুদ্ধে মামলা করতে সহায়তা করেছেন। আনিসুল হক লিপির কথা না শুনেই অন্য পক্ষালম্বন করেছেন, যা দুঃখজনক।

নোটিশে বলা হয়, মেয়র আনিসুল হক লিপিকে ‘শেমলেস’ বলেছেন, যা মানহানিকর। এ ছাড়া আনিসুল হকের কাছ থেকে একটি এসএমএস পেয়ে লিপি মানসিকভাবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নোটিশে আনিসুল হকের ভাইয়ের স্ত্রী লুসির কাছে তাদের বাবার পাঠানো একটি চিঠি সংযুক্ত করে বলা হয়, ‘আপনি  (আনিসুল হক) নিশ্চয় অবগত আছেন শামীমুন নাহার লিপি পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করে সন্তানদের মানুষ করেছেন। জীবনে অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এমনতাবস্থায় আপনি পারিবারিক আত্মীয় ও নগর পিতা হিসেবে তার পাশে না দাঁড়িয়ে মানসিক অশান্তিকে আরো বাড়িয়ে দিয়েছেন।’

নোটিশ পাওয়ার পর থেকে শুধু এক পক্ষের অভিযোগ শুনে লিপির বিরুদ্ধে এক তরফা সিদ্ধান্ত না নিতে মেয়র আনিসুল হককে অনুরোধ জানানো হয়।

আগামী সাত দিনে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে