মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০১:১৩:২০

গভর্নরের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ডেপুটি গভর্নর আবুল কাশেম

গভর্নরের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ডেপুটি গভর্নর আবুল কাশেম

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান স্বেচ্ছায় পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন ব্যাংকটির ডেপুটি গভর্নর-১ মো. আবুল কাশেম।  সর্বশেষ ইডি থেকে পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১-এ দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন আবুল কাশেম। 

 

তার সততা, ন্যায়নিষ্ঠা ও কর্মদক্ষতা ব্যাংক সেক্টরে বেশ সুনাম রয়েছে।  তার কর্মদক্ষতার রয়েছে সততার এক বিরল দৃষ্টান্ত।  এ বিরল দৃষ্টান্তের কথা  ব্যাংকটির বিভিন্নস্তরের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জানা গেছে।  তার সততা ও কর্মদক্ষতার বিরল দষ্টান্তে কেন্দ্রীয় ব্যাংকের অনেক কর্মকর্তা মনে করেছিলেন, হয়তো তিনিই পাবেন ব্যাংকটির গর্ভনরের দায়িত্ব।

 

এমন গুঞ্জন ছিল কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাদের মধ্যে।  তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পেলে ব্যাংক সেক্টরে আসবে আমুল পরিবর্তন।  নিশ্চিত হবে জবাবদিহিতা।  ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতার মাইলফলক হতে পারেন এমনও অভিমত ছিল অনেকেরই মধ্যে।

 

যদিও সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার দুপুরে তাকে নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন।

 

এদিকে ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন ব্যাংকটির ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম

 

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।  বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন আতিউর রহমান।

 

এরপর গুলশানে নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন তিনি।  সাংবাদিকের সামনে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান।

 

ফিলিপাইনের ডেইলি ইনকোয়ারারে ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার লোপাটের খবর প্রকাশ হলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।

১৫ সার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে