নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের বিপুল অর্থ লোপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। গভর্নর আতিউর রহমানের পদত্যাগের পর ঘটনার এই দাবি জানালো দলটি।
১৯ মার্চের কাউন্সিলের জন্য বরাদ্দ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন (আইইবি) মঙ্গলবার দুপুরে পরিদর্শনে যান বিএনপির জাতীয় কাউন্সিল প্রস্তুতির ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সেবা উপ কমিটির আহ্বায়ক আসম হান্নান শাহ।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, এই অর্থ লোপাট ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত। কেবলমাত্র গভর্নর সাহেবকে ফাঁসিতে ঝুলিয়ে কোনো লাভ হবে না।
হান্নান শাহ আরো বলেন, এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব একা দায়ী হবেন কেন? তার ওপরে মন্ত্রী মহোদয় আছেন, তার ওপর সরকার আছে। এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হতো, তাহলে আমরা তাকে দোষী করতে পারতাম। এর আগে আমরা বেসিক ব্যাংকে দেখেছি- ৪ হাজার কোটি, ৬ হাজার কোটি টাকার লুটপাট দেখেছি।
তিনি বলেন, সুতরাং দেশের সম্পদ অন্যরা লুটে নিয়ে যাচ্ছে বা সরকারের পৃষ্ঠপোষকতায় লুটে নিয়ে যাচ্ছে, এজন্য অনতিবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিৎ।
হান্নান শাহ বলেন, এই ঘটনার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনেকে জড়িত রয়েছে। আমি আজকে বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা আছেন, তাদের একটা তালিকা দেখেছি। সেই তালিকটি- সাংবাদিক বন্ধুদের বলব আপনারা চেক করবেন। সে জায়গা বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজশ না হলে এমন ঘটনা হতে পারত না। ‘সরকারও এই ঘটনায় তার দায় এড়াতে পারে না’ বলেও মন্তব্য করেন তিনি।
ফিলিপিন্সের ডেইলি ইনকোয়ারারে ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার লোপাটের খবর এলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। এর পর মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন গভর্নর আতিউর রহমান।
১৫ সার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস